সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থীতা বাছাই সম্পূর্ণ হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে বাছাই প্রক্রিয়া শেষ হয়।
এতে অভিবাবক প্রতিনিধি পদে ১২ জন, সংরক্ষিত মহিলা অভিবাবক প্রতিনিধি পদে ২ জন,শিক্ষক প্রতিনিধি ৪ জন ও দাতা প্রতিনিধি পদে ১ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আবু তালেব।
অভিবাবক প্রতিনিধি পদে বৈধ প্রার্থীরা হলেন, নাজির আহম্মেদ, মোঃ কামাল হোসেন, মোহাম্মদ কামাল,সালাউদ্দিন, আবু তাহের শিকদার,মোঃ কবিরুল ইসলাম মোঃ মোশাররফ হোসেন, আলী আহম্মেদ, মাসুদ শিকদার,মোক্তার হোসেন,ইমতিয়াজ আলম,নজরুল ইসলাম।
সংরক্ষিত মহিলা অভিবাবক প্রতিনিধি প্রার্থী জামিলা বেগম,মোসাঃ সানজিদা খাতুন।
শিক্ষক প্রতিনিধি প্রার্থী আব্দুল আউয়াল শিকদার,নজরুল ইসলাম রেহেনা বেগম,সাইফুন নাহার রোজিনা আক্তার ও দাতা সদস্য প্রতিনিধি নাজির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গনি,বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জসিমউদ্দিন, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবিএম আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক তোফায়েল আহম্মেদ প্রমুখ।
আগামী ২১ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।