বন্দরে বহুল আলোচিত আল-আমিন জামে মসজিদ কমিটির নির্বাচনে মোজাম্মেল হক সভাপতি ও মোঃশারজাহান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৩ সেপ্টম্বর) বন্দর আমিন আবাসিক এলাকায় গিয়াসউদ্দিন চৌধুরী মডেল একাডেমি সকাল ৮ টা হতে একটানা দুপুর ১২ টা পর্যন্ত চলা এ নির্বাচনে সর্বমোট ২১৯ জন ভোটাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১শ ৮৪ জন।
সম্পুর্ন ব্যালট বাতিল হয় ৬ টি। ৫ পদের বিপরীতে ২টি প্যানেলে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সহ-সভাপতি পদে দুটি প্যানেলের প্রার্থী হাজী আশ্রাফ উদ্দিন(২ নং প্রতিক) ও হাজী জিয়াউদ্দিন(৭নং প্রতিক) সমান ৮৮টি ভোট পেলে দুজনকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়৷
প্রাপ্ত ফলাফল অনুযায়ী মোজাম্মেল-লুৎফর প্যানেল হতে সভাপতি পদে ১ নং প্রতিকে মোজাম্মেল হক ১০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী কাউয়ুম-শাহজাহান প্যানেল হতে ৬ নং প্রতিকে আব্দুল কাউয়ুম পেয়েছেন ৭৮টি ভোট । সাধারণ সম্পাদক পদে কাউয়ুম-শাহজাহান প্যানেল হতে ৮নং প্রতিকে ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৩নং প্রতিকে লুৎফর রহমান পেয়েছেন ৮৫ ভোট।
এছাড়াও সহ-সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে কাউয়ুম-শাহজাহান প্যানেলের ২ প্রার্থী যথাক্রমে কাজী মোঃ আলী(৯নং প্রতিক) ও আমজাদ হোসেন(১০নং প্রতিক)কে সুস্পষ্ট ব্যাবধানে হারিয়ে জয় পায় মোজাম্মেল-লূৎফর প্যানেলের ৪ নং প্রতিকধারী মাহবুবুর রহমান ও ৫নং প্রতিকধারী জাহাঙ্গীর আলম সরকার।
একনজরে তাদের প্রাপ্তভোট সংখ্যাঃ-
সভাপতি পদে মোজ্জামেল ১০১ ও আব্দুল কাউয়ুম ৭৮টি ভোট।
সাধারণ সম্পাদক পদে শাহজাহান ৮৮ ও লুৎফর পেয়েছে ৮৫টি ভোট।
সহ-সভাপতি পদে আশরাফউদ্দিন ৮৮ ও জিয়াউদ্দিন ৮৮টি,
সহ-সম্পাদক পদে মাহবুবুর রহমান পেয়েছ ৯১ ও মোহাম্মদ আলী পেয়েছে ৮৫টি ভোট।
কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর আলম পেয়েছেন ৯০ ও আমজাদ হোসেন পেয়েছে ৮৫টি ভোট।
বিজয়ীরা এধরণের লজ্জার নির্বাচন যেন আর না করতে হয় এরকমভাবে সমাজ গড়ার অঙ্গিকার জানিয়েছে। তাছাড়াও সকলের সাথে এক হয়ে আল্লাহর ঘর মসজিদের সেবা করার প্রত্যয় ব্যাক্ত করেছেন। সর্বোপরি তারা আমিনবাসীর শান্তির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।