বন্দরে মানিক (২৮) ও আমান (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার উইলস রোড এলাকা থেকে আটক করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে র্যাব-১১।
আটক মানিক উপজেলার লক্ষণখোলার দাসের গাঁও এলাকার মৃত আ. মালেকের ছেলে এবং আমার একই উপজেলারকাঠপট্টি লেদারাজ এলাকার ফজলে আলীর ভাড়াটিয়া মৃত সলিমউদ্দিনের ছেলে।
র্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত বার্তায় জানান, ২শ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে বন্দর থানা ও এর আশপাশের এলাকায় মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের হয়েছে।