নারায়ণগঞ্জের বন্দরে ধামঘর ইউনিয়নে জাঙ্গাল এলাকার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মাষ্টার মৃত্যু বরণ করেন। বুধবার ৪ সেপ্টেম্বর রাত ১১টায় হলি ফ্যামেলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো(৭২) বছর।
জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল ইসলাম মোল্লা মাস্টারজাঙ্গাল গ্রামের মরহুম ধনু মোল্লার সুযোগ্য সন্তান ছিলেন।
দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগে সর্বশেষ ব্রেনস্ট্রোক করে হাসপাতালে ভর্তি ছিলেন মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম।
বৃহস্পতিবার সকাল ১০টায় জাঙ্গাল এলাকায় অবস্থিত আঞ্চলিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার নামাজে জানাযা শেষে দাফন সম্মপন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ,বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক , কামতাল তদন্ত কেন্দ্রের এস আই আনোয়ার হোসেন, ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ ,
আজিজুল হক আজিজ, হাতেম খন্দকার, বদিউজ্জামান , জহিরুর হক মোল্লা ,আলী হোসেন দেওয়ান, শাহাজামাল, হান্নান মাস্টার, মীর হোসেনসহ বিভিন্ন ইউনিয়নেরগন্য মান্য ব্যাক্তিবর্গ।