নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাইট শিফটে কাজে যাওয়ার সময় ধর্ষণের শিকার হয়েছেন স্পিনিং মিলের এক কর্মী। শনিবার রাতে উপজেলার তেতলাবো এলাকায় ঘটে এ ঘটনা।
এ ঘটনায় ওই নারী নিজে বাদী হয়ে রোববার সকালে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই নারী উপজেলার কর্ণগোপ এলাকার একটি স্পিনিং মিলে হেলপার হিসেবে কাজ করেন। বেশ কিছুদিন ধরে উপজেলার উত্তর মাসাবো এলাকার জয়নালের ছেলে জহিরুল তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন।
এতে সাড়া না দেয়ায় শনিবার রাতে নাইট শিফটে কাজে যাওয়ার সময় জহিরুল ও অজ্ঞাত আরও একজন তাকে জোরপূর্বক অটোরিকশায় তুলে তেতলাব এলাকার খানের বাউন্ডারির ভেতর একতলা বাড়িতে নিয়ে যায়। সেখানে জহিরুল তাকে সারারাত ধরে ধর্ষণ করে এবং অপরজন পাহারা দেয়। পরে সেখানেই তাকে ফেলে রেখে চলে যায় তারা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।