নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্লাট বাসা থেকে মা ও দুই মেয়ের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে তাদের মৃত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থাণীয় লোকজন।
নিহতরা হলো, নাজনীন (২৬), নুসরাত (৮) ও সুমাইনা (২)। তারা সদর উপজেলার সিআইখোলা এলাকায় আনোয়ার হোসেনের বাড়ির ভাড়া টিয়া সুমন মিয়ার স্ত্রী ও মেয়ে।
এসময় সুমাইয়া (২) নামের এক শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।আহত সুমাইয়া আব্বাসের মেয়ে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে নিহত নারীর বোনের স্বামী আব্বাস এ হত্যাকান্ডের সাথে জড়িত রয়েছে। দুটি পরিবার পাশাপাশি ঘরে থাকত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে নাজনীনের সঙ্গে তাঁর বোনের স্বামী আব্বাসের ঝগড়া হয়। ঝগড়ার সময় নাজনীন আব্বাসকে চড় থাপ্পড় মারেন। এই ঘটনার জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
জেলা পুলিশের মুখপাত্র পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআই-২) সাজ্জাদ রোমন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।