নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪ শতাধিক ইয়াবাসহ ফরিদা বেগম ওরফে সবুজা আপা (৪৪) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার (২২ সেপ্টম্বর) দিবাগত রাতে উপজেলার মোগরাপাড়া এলাকায় থেকে তাকে আটককরা হয়।
উপজেলার টিপুরদী গ্রামের কামাল হোসেনের স্ত্রী আটককৃত মাদক ব্যবসায়ী ফরিদা বেগম ওরফে সবুজা আপা।
পুলিশ জানায়, আটককৃত মহিলা মাদক ব্যাবসায়ী দীর্ঘদিন যাবৎ সোনারগাঁ উপজেলার টিপুরদী, মোগরাপাড়া, পৌরসভাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।
রবিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার মোগরাপাড়া মাছ বাজারের সামনের রাস্তায় দাঁড়িয়ে মাদক বিক্রেতা মাদক বিক্রি করার সময় জেলা ডিবি পুলিশ মাদক ব্যবসায়ী ফরিদা বেগম ওরফে সবুজা আপা কে আটক করে।
পরে ওই মহিলার দেহ তল্লাশি করে তার সাথে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ৪শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।