যুব কমিটি বিলুপ্ত ঘোষণা করার পাশাপাশি হত্যাকারীর হামিদা খাতুন লিজার বিচারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৪ অক্টোবর) বিকালে দক্ষিণ র্যালী বাগান এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় দক্ষিণ র্যালী বাগান পঞ্চায়ত কমিটির সভাপতি মো.গাজী সালাউদ্দিন’র সভাপতির বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করাতে নিরিহ আরজু বেগম কে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আরজু বেগম অন্যায়ের প্রতিবাদ করায় হামিদা খাতুন লিজা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্মমভাবে হত্যা করে। আমরা হত্যার প্রতিবাদ করায় ৩ টি মামলার আসামী হতে হয়েছে।
তিনি আরো বলেন, আজ হতে যুব কমিটি বিলুপ্ত করা হলো। আপনারা চাইলে নির্বাচন দিয়ে নতুন কমিটি গঠন করা হবে। সেই সাথে আরজু হত্যার আসামী দের গ্রেফতারে দাবিতে পুলিশ সুপারের এসপির হস্তক্ষেপ কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ র্যালী বাগান পঞ্চায়ত কমিটির সহ-সভাপতি রাশেদুল ইসলাম রানা, হাজ্বী মো. মুরাদ, জয়েন সেক্রেটারি শরিফ মোল্লা, জসিমউদিন,সিরাজ,যুব কমিটির শামীম,রাজিব,রুবেল,জাহাঙ্গীর, আকরাম,করিম,নিহত আরজুর বোন সরবানু, পরী,ইব্রাহীম, সজল,জাভেদ,হামিদ,আলী, মিশেল প্রমুখ।
এলাকাবাসী জানান,প্রতিবাদ সভা বানচাল করতে হত্যাকারী হামিদা বেগম লিজা তার ভাইকে এলাকাবাসী আটকে রেখেছে এই তথ্য দিয়ে থানা থেকে পুলিশ পাঠায় বলে অভিযোগ পাওয়া গেছে।