নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের আলীরটেক গ্রামে নুর হোসেন মেম্বারের বাড়িতে দিনে দুপুরে ধুর্ধুর্ষ চুরি সংঘটিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) বিকাল ৪ টা হতে রাত ৮ টার মধ্যে চোরের দল চুরির ঘটনা ঘটায়।
চোরের দল দরজার তালা ভেংঙ্গে ঘরের ভিতর ডুকে ৫ ভরি স্বর্ন,ডায়মন্ডের একটি নাক ফুল ও নগদ ৬৫ হাজার টাকা নিয়ে যায়।
সাবেক মেম্বার মোঃ নুর হোসেন জানান,আলীরটেকে ইদানিং চুরির ঘটনা বেড়ে গেছে।এর আগে আলীরটেক আমান মার্কেটের একটি জেনারেল ষ্টোরে চুরির ঘটনা ঘটে।
আমার ছেলের বিয়ের জন্য গয়না কেনা হয়েছিল। মৃত রমিজউদ্দিন মিয়ার পুত্র নুর হোসেন মেম্বার বাদী হয়ে শনিবার (৫ অক্টোবর) সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।