নারায়নগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের গোপচর মোল্লাপাড়া এলাকায় বিসমিল্লাহ পোল্ট্রি ফার্মে অগ্নিকান্ডে ২৫শ মুরগীর বাচ্চা পুড়েঁ ছাই হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত শনিবার রাত ১ টায়। অগ্নিকান্ড প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
বিসমিল্লাহ পোল্ট্রি ফার্মের মালিক মোঃ কামাল হোসেন মোল্লা, মাওলানা মোঃ বছির উদ্দিন জানান, একদিন আগে ২৫শ পিস ফার্মের মুরগীর বাচ্চা উঠানো হয়।শর্ট সার্কিট হতে আগুন লাগেনি। কেউ নাশকতা করে আগুন লাগিয়ে দিয়েছে। এতে আমার ২২ টি ফ্যান,১২ বস্তা খাবার সহ দোতলা বিশিষ্ট টিনের ফার্মটি পুরোপুরি পুড়েঁ ছাই হয়ে যায়।
ভয়াবহ অগ্নিকান্ডের সংবাদ পেয়ে এলাকাবাসী নিজেরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।