বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে প্রতিবন্ধী প্রগতি সংস্থার আয়োজনে আলোচনা সভা, প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি ও হুইলচেয়ার বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৫ই অক্টোবর) বিকেলে নগরীর কলেজ রোড এলাকায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান দুস্থ জনকল্যাণ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ও প্রতিবন্ধী প্রগতি সংস্থার সভাপতি মাহমুদ তারিকুল হাসান লিমন এর পরিচালনায় এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পারভীন ওসমান।
সভার আগে প্রতিবন্ধীদের নিয়ে একটি র্যালী কলেজ রোড এলাকা থেকে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এসে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে পারভীন ওসমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীদেরকে সাহায্য করার লক্ষ্যে সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আপনারা যারা বিত্তবান, তাদের সকলের উচিত প্রতিবন্ধীদেরকে সাহায্য সহযোগিতা করা। তাই আসুন সকলে মিলে একসাথে তাদের সাহায্য সহযোগিতা করি।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক শেখ আবদুল কাদির, জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়ন সভাপতি আবু তাহের, গার্মেন্টস ডাইং শ্রমিক ফেডারেশন সভাপতি লিয়াকত আলী, নারায়ণগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন সভাপতি মোজ্জামেল হক, সাধারণ সম্পাদক তুলশি ঘোষ, কোষাধক্ষ আমির হোসেন খোকা সহ প্রমুখ।