সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন,যে কোন ব্যবসা প্রতিষ্ঠান শুরুর আগে মিলাদ ও মোনাজাত করে দোয়া করা হয়। সুন্দর একটি শপিং মল করার ইচ্ছা ছিল আমার সমবায় কর্তৃপক্ষ সেটা করেছে। ইজি শপিং ক্রেতাদের আশা পূরন করবে। সব ধরনের জিনিষ ইজি থেকে পায় সেই ব্যবস্থা করবে ইজি কর্তৃপক্ষ এই আশা করছি।
শুক্রবার (৪ অক্টোবর) বিকালে শহরের চাষাড়ায় নব নির্মিত সমবায় মার্কেটের নীচতলায় ইজি ফ্যাশন শো এর উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোঃ আশরাফুল ,নারায়নগঞ্জ চেম্বার অব কর্মাসের সভাপতি খালেদ হায়দার খান কাজল,নীট কর্নসানের পরিচালক মুকুল চৌধুরী, ইজি ফ্যাশনের কর্নধার আসাদ চৌধুরী, ইছাক চৌধুরী, তৌহিদ চৌধুরী প্রমুখ।