বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও যুবদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৪ টায় নাসিক ৮নং ওয়ার্ডস্থ ভূইয়াপাড়া এলাকায় মহানগর যুবদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদিক সাগর প্রধানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন,
এসময় এ্যাড. সাখাওয়াত হোসেন বলেন, সরকার বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রন করে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগাড়ে আটক করে রেখেছে। এর জবাব দেশের জনগনের কাছে আওয়ামী সরকারকে দিতে হবে।
মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর প্রধান বলেন, দেশের মানুষের বাক স্বাধীনতা হরন করে ক্ষ্যান্ত হয়নি। দেশের সম্পদ ভারতের কাছে তুলে দিচ্ছে অথচ এর প্রতিবাদ করতে গিয়ে অকালে আবরারকে প্রাণ দিতে হলো। এবাবে একটি দেশ চলতে পারে না। এখন শুধু সময়ের অপেক্ষা এদেশের জনগনই সরকারকে টেনে হেচড়ে ক্ষমতাচুত্য করবে। আবারও এদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশ প্রতিষ্ঠিত হবে। কারন এদেশে বহুদলীয় গণনন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপামোর জন সাধারনের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তার অবদান দেশের মানুষ কখনই ভুলতে পারবে না।
তিনি আরও বলেন, সরকার শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি তারুন্যের অহংকার তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশে প্রবেশ করতে বাধা দিচ্ছে। আর আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রেখেছে। এভাবে কত দিন আপনাদের বিদায়ের ঘন্টা ভেজে গেছে এখন শুধু সময়ের ব্যপার।
এসময় তিনি যুবদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সফল করার জন্য মহানগর যুবদলের নেতাকর্মীদের আহবান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলো, জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক, কৃষি বিষয়ক সম্পাদক সুমন ভূইয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমন প্রধান,মহানগর যুবদল নেতা হুমায়ুন কবির, জাকির হোসেন, বাদশা মিয়া, ওয়াসিম, আব্দুল রাজ্জাক, সানাউল্লাহ, মহানগর ছাত্রদল সহ-সভাপতি শাকিল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী নেওয়াজ, যোগাযোগ সম্পাদক নাজমুল হোসেন, সদস্য রেদওয়ান, আকাশ প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ।