নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা সনাতন ধর্মাম্বলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গা পুজায় সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার (৫ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব হলেও এটি আর তাদের এই উৎসব পালনে সকল ধর্মের মানুষ সহযোগীতা করবে এটাই আমাদের প্রত্যাশা। নারায়ণগঞ্জ সনাতন ধর্মাম্বলম্বীদের জন্য সম্মানিত স্থান। কারন এই জেলাতেই বারদীতে লোকনাথের জন্মস্থান,জৌতিষ বষুর জন্মস্থান। প্রতি বছর লাঙ্গলবন্দে দেশ বিদেশ হতে দর্শনার্থীরা স্নান করতে আসেন।
দেশের ১৬ কোটি মানুষ প্রতিটি ধর্মের উৎসবে মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে উৎসব পালন করে থাকেন। আমরা আশা করি
এই দুর্ঘোৎসব সুন্দরভাবে পালনে সকলকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করবেন।