গাড়ি রাখার ঘটনাকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী খসরু (৫৬) কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল পৌনে ৩ ঘটিকায় শহরের আমলাপাড়া কেবি সাহা রোড এলাকায়।
ঘটনাস্থল পরিদর্শন করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( অপারেশন) সহ সঙ্গীয় পুলিশ।
গুরুতর জখম ও আহত ৪২/৩ কেবি সাহা রোডের আব্দুর রাজ্জাকের পুত্র খসরু তালুকদার জানান, আমি বাসায় ছিলাম একটি ফোন পেয়ে নিচে নেমে আসার সাথে সাথে একলোক বলে কথা আছে।
অর্তকিত ভাবে ১৫/২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালিয়ে চলে যায়। আমি নাসির নামে একজন ছাড়া কাউকে চিনি নাই। গুরুতর অবস্থায় স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।সেখানে মাথায় ১৭ টি সেলাই দেয়া হয়।এ ছাড়াও হাত- পা ও পিঠে জখম করা হয়।
এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।