পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব হলেও এটি সকল ধর্মের উৎসব। ধর্ম যার যার উৎসব সবার। যেটা বঙ্গবন্ধু করেছেন। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পরিনত করেছেন। নারায়ণগঞ্জ হিন্দুদের জন্য সম্মানিত স্থান।
বারদীতে লোকনাথের জন্মস্থান,জৌতিষ বষুর জন্মস্থান। লাঙ্গলবন্দে দেশ বিদেশ হতে দর্শনার্থীরা স্নান করতে আসেন। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করবে। কাউকে চাদাদিতে হবেনা। ৭১রের পরাজিত শক্তিরা মাথা চারা দিতে না পারে। সাম্প্রদায়িক শক্তি যেন অপপ্রচার করতে না পারে। তারা পর্দার আড়ালে রয়েছে। তারা বোমা হামলা করে পুলিশের সুনাম ক্ষুন্ন করতে পারে।
পূজা মন্ডপ গুলো নিরাপত্তার স্বার্থে স্বেচ্ছাসেবক দল গঠন করতে নির্দেশ দেন। পুলিশ থাকার ঘোঘনা দেন। যারা পরিবেশ নষ্ট করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। মন ভাল থাকলে উৎসব করতে ভাল লাগবে। মানুষের আয় বেড়েছে সরকারের সুযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারনে।
নারায়ণগঞ্জ হতে জুয়া উচ্ছেদ হচ্ছে,নামীদামী ব্রান্ডের নকল জিনিস রুপগঞ্জে তৈরী হতো তা আটক করেছি। কেউ মাদক সেবন করে মাতলামী করতে না পারে সেদিকে কঠোরভাবে দৃষ্টি দেয়া হবে।
নিশ্চিন্ত ভাবে উৎসব পালন করতে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আহবান জানান।
শারদ উৎসব উপলক্ষে বস্ত্র বিতরন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
পরে নিতাইগঞ্জ প্রজন্ম প্রত্যাশা পূজা মন্ডপ পরিদর্শন ও দুঃস্থ নারী পুরুষের মধ্যে বস্ত্র বিতরন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম( বার),পিপিএম ( বার)।
শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ১২ টায় পূজা মন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন) মনিরুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুভাষ চন্দ্র সাহা,অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক) সালেহ উদ্দিন আহম্মেদ , অতিরিক্ত পুিলিশ সুপার নূরে আলম,পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু শংকর সাহা,সাধারন সম্পাদক বিকাশ দেবনাথ,জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, স্থানীয় নাসিক কাউন্সিল অসিত বরন বিশ্বাস প্রমুখ।