নারায়ণগঞ্জের বিভিন্ন থানার দায়ের করা নাশকতা মামলায় আদালতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীরা হাজিরা দিয়েছেন। বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ হাজিরা দেন তারা ।
আসামিরা হলেন, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান, সাধারন সম্পাদক এটিএম কামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজিব, কাউন্সিলর ইকবাল হোসেন, জেলা যুবদলের সহ যুব বিষয়ক সম্পাদক জুয়েল আহমেদ,
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক রাসেল রানা, সহ-সভাপতি পারভেজ মল্লিক, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন, যুগ্ম আহ্বায়ক লিংকন খান প্রমুখ ।