1. [email protected] : adeleallman4077 :
  2. [email protected] : The Bangla Express : The Bangla Express
  3. [email protected] : chaslegge226479 :
  4. [email protected] : christelgalarza :
  5. [email protected] : ericblackwood3 :
  6. [email protected] : faustochauvel0 :
  7. [email protected] : gabrielewyselask :
  8. [email protected] : giuseppechambers :
  9. [email protected] : Jahiduz zaman shahajada :
  10. [email protected] : justinstella26 :
  11. [email protected] : lillieharpur533 :
  12. [email protected] : mattjeffery331 :
  13. [email protected] : minniewalkley36 :
  14. [email protected] : sheliawaechter2 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : social70a97b1c :
  18. [email protected] : social84c97032 :
  19. [email protected] : user_3042ee :
  20. [email protected] : The Bangla Express : The Bangla Express
  21. [email protected] : willierounds :
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
দেই দিচ্ছি ধুম্রজালে মহানগর বিএনপির কারা হচ্ছেন অভিভাবক আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত, আটক ২ সিদ্ধিরগঞ্জে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন ২য় স্ত্রী! যুবসমাজের উন্নয়নে খেলাধুলা বড় ভূমিকা রাখতে পারে: ওসি ফতুল্লা সড়ক সুড়ঙ্গ করে বিএনপি নেতাদের ড্রেজার পাইপ, ধসে পড়ার আশঙ্কা, নিরব প্রশাসন প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় সহকর্মীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত দ্বীনি ও সামাজিক কাজে আপনাদের পাশে থাকতে পারি সেজন্য দোয়া করবেন – দিদার খন্দকার ছাত্রদলের প্রতিষ্ঠিা বার্ষিকী উপলক্ষে নগরীতে রবিন সরকার পায়েলের র‌্যালী ৪৩০ কেজি পলিথিন জব্দ ও জরিমানা দিগুবাবুর বাজারে শ্রমিক জাগরণ মঞ্চের উদ্যোগে ঢাকা-মুখী লংমার্চের সূচনা

পাগল ছেলের প্রতি মায়ের ভালবাসা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০১৯
  • ২৩১ Time View

সপ্তাহ খানেক আগে বন্ধুবর সাংবাদিক রবিউল হুসাইন ও সাংবাদিক ফরিদ ভাইয়ের এর সাথে বিকেলে হাটতে বের হয়েছিলাম। এক সময় সন্ধ্যা নেমে এলো আধো আলোতে পানাম দুলালপুরের রাস্তার পাশে একটি দৃশ্য দেখে আমার চোখ আটকে গেল। এক বৃদ্ধা মহিলা পরম যতেœ একজনকে ভাত খাইয়ে দিচ্ছেন।

যাকে ভাত খাওয়াচ্ছেন সে কিন্তু ছোট কোন শিশু নয় প্রাপ্ত বয়স্ক। তবে আচরন একবারে শিশু সুলভ। ওই লোকটি খাবার খেতে চাইছে না কিন্তু বৃদ্ধা নানা ভাবে খাওয়ানোর চেষ্টা চালাচ্ছেন। বোতল থেকে গ্লাসে পানি ঢেলে খাইয়ে দিচ্ছেন। ওই লোকের মুখ বৃদ্ধার আচল দিয়ে মুছে দিচ্ছেন।

এসব দেখে আমার বেশ কৌতুহল জাগে। কাছে গিয়ে বিষয়টি ভাল ভাবে জানার চেষ্টা করি। কাছে গিয়ে তো আমি হতবাক একি এ লোকটি তো আমার দীর্ঘদিনের পরিচিত। সেই শৈশব থেকেই তাকে দেখে আসছি। পথই যার ঠিকানা। তবে এলাকাবাসী তাকে একজন পাগল হিসেবেই চিনেন।

গায়ে ময়লা জামা জটপাকানো চুল আর মুখে জটলা দাড়ি। এই লোকটি সোনারগাঁও পৌরবাসীর কাছে পরিচিত মুখ। প্রায় ১৮/২০ বছর যাবত লোকটি পৌরসভার প্রধান সড়ক মোগরাপাড়া চৌরাস্তা থেকে আদমপুর বাজার, পানাম মুন্সিরাইল বাজার থেকে উদ্ধবগঞ্জ বাজার পর্যন্ত রাস্তায় এলোমেলো ভাবে ঘুরে বেড়ায়। আবার কখনো রাস্তার ধারে শুয়ে বসে থাকেন।

কখনো কারো সাথে কথা বলেন না। এক মনে শুধু হেটে চলেন। কেউ তার পরিচয় জানেন না, কোথা থেকে এসেছেন তাও জানেন না। ক্ষুধা লাগলে কারো বাড়িতে গিয়ে দাড়িয়ে থাকেন খাবার দিলে খান না দিলে কিছুক্ষন দাড়িয়ে থেকে চলে যান। আবার সব বাড়িতে যানও না। একা একা হাটেন মাঝে মাঝে নিজ মনে বিরবির করে কি যেন বলেন আবার ক্ষিপ্ত হয়ে নিজের চুল ধরে নিজেই টানাটানি করেন। কখনো নিজের গালে নিজেই চর মারেন।

এভাবেই কাটে তার দিন। তাকে দেখে অভ্যস্ত হয়ে গেছে পৌরবাসী। শীত, গ্রীস্ম বর্ষা কিংবা রোদ-বৃষ্টি ঝড়ে রাস্তা ঘাটেই থাকেন তিনে। এভাবে প্রায় ১৮-২০ বছর কাটিয়ে দিয়েছেন এ এলাকায় । চিলারবাগ, দিঘিরপাড়, ইছাপাড়া, আদমপুর, দুলালপুর, পানামসিটি, আমিনপুর, নোয়াইল, লাহাপাড়াসহ এই গ্রামগুলোতেই তার বিচরন বেশী। তবে আদমপুর বাজার ও তার আশ-পাশেই তাকে বেশী দেখা যায়।

আমি তাদের কাছে গিয়ে বৃদ্ধার কাছে জানতে চাই আপনি এভাবে ওনাকে পরম মমতায় ভাত খাওয়াচ্ছেন এর কারণ কি? বৃদ্ধা প্রথমে কিছু না বলে আমাদের পাশ কেটে চলে যেতে চাইছিলেন। পরে বিশেষ অনুরোধে আমাদের সাথে অশ্রুসিক্ত নয়নে দীর্ঘক্ষন কথা বলেন। ওনার কাছে জানতে পারলাম এই পাগল লোকটির নাম মোঃ মাসুদ ওনি তার মা নাম ফজিলাতুন নেছা। তার বাবার নাম ফটিকচাঁন, দাদার নাম মোঃ আলেকচাঁন ।

বাড়ী নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজিমিজি গ্রামে। আট ভাইবোনের মধ্যে মাসুদ সবার ছোট। স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেনী পর্যন্ত লেখাপড়া করেছেন। পরে ইলেকট্রিক্যাল কাজ শিখে সেই কাজ করতো। শৈশবটা বেশ দুরন্তপনায় কেটেছে। তবে কর্মে ক্ষেত্রে তার পারদর্শীতা ছিল বেশ। তাই মাসুদের কাজের চাহিদা ছিল প্রচুর। প্রতিদিন কাজ শেষ করে সন্ধ্যা থেকে রাত্র অবধি চিটাগাং রোড মুক্তি স্মরনীর আহসানউল্লাহ সুপার মার্কেটে আড্ডা দিত।

বেশ আড্ডা প্রিয় লোক ছিল মাসুদ। আহসানউল্লাহ সুপার মার্কেটের মালিক আহসানউল্লাহ হাজী মাসুদের সর্ম্পকের চাচাতো মামা। মাসুদের বয়স যখন আড়াই বছর তখনই তার বাবা ফটিকচাঁন মারা যান। তার বড় ভাই, মা ও মামাদের তত্ত্বাবধানেই সে বড় হয়েছে। এ ভাবে বেশ ভালো ভাবেই জীবন কাটছেল মাসুদের। প্রায় বিশ বছর আগে প্রতিদিনের মতো সকালে বাড়ী থেকে কাজে বের হয়। কিন্ত কাজ শেষে তার বাড়ী ফিরেনি।

সেই থেকে মাসুদ নিখোঁজ হয়। বহু খোঁজাখুজির পর তাকে আর পাওয়া যায়নি। বাংলাদেশের প্রায় বেশীর ভাগ জয়গায় এবং পার্শ্ববর্তী দেশ ভারতেও কিছু জায়গায় তাকে খোঁজা হয়েছে। কিন্তু তার কোন খোঁজ পাওয়া যায়নি। মাসুদের হারানোর বেদনায় এবং দীর্ঘ খোঁজাখুজিতে মাসুদের মা অসুস্থ হয়ে পড়েন।

২০১৯ সালের মার্চের কোন একদিন মাসুদের মা হঠাৎ এক মহিলার মাধ্যমে জানতে পারেন সোনারগাঁয়ের পানাম এলাকায় একটি পাগল দেখেছি দেখতে হুবহু মাসুদের মতো। যেদিন শুনতে পান ঠিক তারপর দিনই পানাম এসে পাগল লোকটিকে খুঁজেতে থাকেন তিনি। ভাগ্যক্রমে তাকে পেয়ে যান। কিন্তু এ দীর্ঘ সময়ে মাসুদ অনেক বদলে গেছে তবে মায়ের মন বলে কথা।

মাসুদের পিঠে ডানপাশে একটি চিহ্ন ছিল, বাম কানটি বাঁকা ছিল এবং তার বুকে কোন পশম ছিল না। এইসব চিহ্ন সবই মিলে যায় এবং চেহারার আকৃতি দেখে বৃদ্ধা ফজিলাতুন নেছা বুঝতে পারেন এটি আর কেউ নয় এ পাগলটিই হচ্ছে তার হারিয়ে যাওয়া ছেলে মাসুদ।

দীর্ঘ সময় পর ছেলেকে ফিরে পাওয়ার আনন্দে বৃদ্ধা হতবিহ্বল হয়ে পড়েন। ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করলে সে কোন ভাবেই সেখানে যেতে চায়নি তাই সিদ্ধিরগঞ্জ থেকে এসে এসে ছেলেকে কিছুদিন দেখাশোনা করতেন। মাসুদ রাস্তায় থাকতে থাকতে এখন বাড়িতে থাকা ভুলে গেছে। বৃদ্ধা জানান বর্তমানে চার মাস যাবৎ পানাম এলাকায় সোনারগাঁ জিআর ইনস্টিউশন স্কুল এন্ড কলেজের পশ্চিম পাশে একটি বাসা ভাড়া নিয়ে আছেন তিনি শুধুমাত্র ছেলেকে দেখাশুনা করার জন্য।

বৃদ্ধা নিজ হাতে রেঁেধ টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে রাস্তায় রাস্তায় ছেলেকে খুঁজে বেড়ান। যেখানে পান সেখানেই বসে খাবার খাওয়ান। মা যেমন তার শিশুকে খাওয়ান ঠিক সেভাবে। মাছ মাংস ডিম দুধ সবই থাকে খাবারে। বৃদ্ধা দু চোখের জল ফেলে বলেন এখনও ছেলে তাকে চিনতে পারেনি। তবে ভালবাসা দিয়ে তাকে চেনানোর চেষ্টা করছেন। তিনি স্বপ্ন দেখেন তার ছেলেকে একটি মানসিক স্বাস্থ্য পূনর্বাসন কেন্দ্রে নিয়ে চিকিৎসা দিয়ে ভাল করবেন। আবার হাসি মুখে মাকে ডেকে বলবে মা আমি তোমার মাসুদ। আসলেই এ পৃথিবীতে মায়ের মতো আপন কেহ নাই।

সূত্র: সোনারগাঁ নিউজ ২৪.কম

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL