ফতুল্লার আলীগঞ্জ এলাকায় ঢাকা স্টীল মিলসে বয়লার বিস্ফোরনের গরম পানিতে তিন শ্রমিক গুরুত্বর আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনা ঘটেছে গত ৮ অক্টোবর সকাল সাড়ে ৯টায়।
এলাকাসূত্রে জানা যায়, ফতুল্লার আলীগঞ্জ এলাকার মোহাম্মদ রিয়াজ মিয়ার ঢাকা স্টীল মিলস। তার মিলসে ১৮ জন শ্রমিক কাজ করে। মঙ্গলবার ৮ অক্টোবর সকাল সাড়ে ৯টায় বয়লার পরিস্কার করার সময় বয়লার বিস্ফোরন ঘটে। এতে হাবীব (৪০),আ.রহিম (৪১) এবং সোহাগ (৩৫) নামের তিন শ্রমিক গুরুত্বর আহত হয়েছে।
আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এতে হাবীবের অবস্থা আশাংকা জনক বল জানান এলাকাবাসী। এ ঘটনা স্থলে ফতুল্লা থানা পুলিশ ও জেলা বিভিন্ন আইন সংস্থার কর্মকর্তারা পরিদর্শন করেছে। তবে এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত ফতুল্লা মডেল থানায় কোন অভিযোগ বা মামলা হয়নি ঐ প্রতিষ্ঠানের মালিক ও তার সুপার ভাইজারের বিরুদ্ধে ।