বন্দরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেড় লাখ টাকার কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। গত রোববার ১৩ অক্টোবর দিবাগত রাত ১২টায় নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলাস্থ হোসেন্দী ইউনিয়নের বলবীর চর পয়েন্টের মেঘনা নদীতে এ জাল উদ্ধার করা হয়।
পাশাপাশি জালে আটকে থাকা পাঁচ কেজি জাটকা ইলিশও জব্দ করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলাগাছিয়া নৌ পুলিশের একটি টিম উল্লেখিত স্থানে অভিযান চালায়। অভিযানে অজ্ঞাতনামা জেলেদের কারেন্টজাল দেখতে পেয়ে বন্দর উপজেলা প্রশাসনকে অবগত করেন। পরে বন্দর উপজেলা সহকারী কমিশনার ভূমি আফিফা খান ঘটনাস্থলে পৌঁছালে সেখান থেকে প্রায় ২০ হাজার বর্গমিটারের কারেন্ট জাল ও ৫কেজি জাটকা ইলিশ উদ্ধার করে।
পরিশেষে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা চত্ত্বরে পুড়িয়ে ফেলা হয় এবং ৫কেজি ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে কলাগাছিয়া নৌ ফাঁড়ীতে একটি সাধারণ ডায়েরি এন্ট্রি করা হয়েছে।