নারায়ণগঞ্জ বন্দরে পুকুরে গোসল করতে গিয়ে অয়ন (৫) ও মিরাজ (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে বন্দর উপজেলার বেজেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু ঔ এলাকার আলমগীর মিয়ার ছেলে অয়ন ও আল-আমিন মিয়ার ছেলে মিরাজ।সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।
এলাকাবাসী জানান, বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের বেঁজেরগাঁও এলাকার আপন দুই চাচাতো ভাই বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। প্রায় ৩ ঘণ্টা অতিবাহিত হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন পুকুরে খুঁজতে থাকেন।
এ সময় পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত ডাক্তার মৃত ঘোষণা করেন।