নারায়ণগঞ্জে বন্দর ফাড়ী পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে এক আসামী। প্রায় ১ ঘন্টা পর পুনরায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ অক্টোবর শনিবার দুপুরে বন্দর পুলিশ ফাড়ীতে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়,হত্যা মামলার সন্ধিগ্ধ হিসেবে গত ২৫অক্টোবর রাতে বন্দর রেললাইন এলাকা থেকে ওই আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সবুজ(৩৪) বন্দর রেললাইন এলাকার ইসমাইল সরদারের ছেলে।
শনিবার ২৬অক্টোবর দুপুরে বন্দরে ফাড়ীর হাজতের জানালার রড ভেঙ্গে সুচতুর সবুজ পুলিশের চোখ ফাকি দিয়ে পালিয়ে যায়। সাথে সাথে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ ঘন্টা পরে তাকে পুনরায় গ্রেফতার করা হয়। সবুজকে প্রাথমিক চিকিৎসা শেষে একটি চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।
ফাড়ীর ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমি জোহরের নামাজে ছিলাম। এ সময় হটাৎ করে হৈচৈ শুনে দ্রুত মসজিদ থেকে বেরিয়ে ঘটনা শুনি এবং তাৎক্ষনিক অভিযান চালিয়ে পুনরায় সবুজকে গ্রেফতার করি।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন,ঘটনা শুনেছি। পুলিশের দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে ব্যাবস্থা গ্রহণ করা হবে।