নারায়ণগঞ্জের রুপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলসহ তিনটি প্রতিষ্ঠান পুরে প্রায় ১২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা। সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯ টায় ভুলতা গাউছিয়া মার্কেটের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় আগুনে পুড়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- সেবা হোটেল, জিএসপি হোটেল ও মার্জিয়ার স্টোর।
প্রত্যক্ষদর্ষীরা জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে গাউছিয়া মার্কেটের পাশে সেবা হোটেলে হঠাৎ আগুন লাগে। পরে সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়তে থাকলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। ওই সময় এশিয়ান হাইওয়েতে দীর্ঘ যানজটের কারণে কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছাঁতে পারেনি।
advertisement
স্থানীয়রা পানি দিয়ে প্রায় এব ঘণ্টা চেষ্টার পর সাড়ে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে সেবা হোটেল, জিএসপি হোটেল ও মাজিয়া স্টোর নামে তিনটি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার পর ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছাঁয়। আগুনে তিনটি প্রতিষ্ঠানের প্রায় ১২ লাখ ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।
ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মান্নান বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।