আগামী নভেম্বর মাসে ঢাকা সোহরাওয়াদী উদ্যানে অনুষ্ঠিত হবে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সম্মেলন।
এ উপলক্ষে শনিবার (২৬অক্টোবর) সন্ধ্যা ৭টায় বরফকল ঘাটে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেচন ট্রেনিং এন্ড কালচারাল সেন্টার অফিসে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসভায় আলোচনা হয় (৯নভেম্বর) শনিবার সকাল ১০টায় জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহামুদের সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
প্রস্তুতি মূলক সভায় জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহামুদ বলেন, ৯ নভেম্বর সবাই নাররায়ণগঞ্জ থেকে সোহরাওয়াদী উদ্যানে যাবে উৎসব মূখর পরিবেশে।আমাদের সংগঠনে ৩টি সংগঠন আছে তা হলো ছাত্র লীগ,যুব লীগ,সেচ্ছাসেবক লীগ। এ তিনটি সংগঠনের নামে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিভিন্ন অভিযোগ থাকলেও জাতীয় শ্রমিক লীগের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
একমাত্র জাতীয় শ্রমিক লীগ কোনো বির্তকের মধ্যে আসেনি।তাই আমি জাতীয় শ্রমিক লীগ নিয়ে গর্ববোধ করি। আমি ৭ বছর ধরে জাতীয় শ্রমিক লীগের সভাপতি পদে আছি। যদি জননেত্রী শেখ হাসিনা চান তাহলে আমি আবারও সভাপতি পদে থাকব।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন , মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাক সবুজ সিকদার,
নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাক মাঈনুদ্দিন আহম্মেদ বাবুল, মহানগর সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন,মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক উমাইয়া বেগম সুমি, যুব শ্রমিক লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাক গাজী মো.লিটন, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় শ্রমিক লীগের ২৩নং ওয়ার্ডের সভাপতি মো.লিটন, সাধারণ সম্পাদক মো.বোরহান, সাংগঠনিক সসম্পাদক সগির আহাম্মদ ডালিম প্রমূখ।