বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখা সভাপতি মাহমুদ হাসান কচি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নয়ন ও নারায়ণগঞ্জ সাংবাদিক সংগ্রাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদের দ্রুত রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বাদ আছর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নারায়ণগঞ্জ জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ মিলাদ ও দোয়া পরিচালনা করেন ইসদাইর সেন্ট্রাল জামে মসজিদের খতিব মাওলানা শাহ মোঃ কামরুজ্জামান মজুমদার।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সোজাসাপটার সম্পাদক আবু সাউদ মাসুদ, দৈনিক মানব জমিনের জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন, দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মিঠু,
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জেলা শাখার সাবেক সভাপতি শ্যামল, সাবেক সভাপতি তাপস সাহা, সংগঠনটির সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী, সাবেক সাংগঠনিক সম্পাদক সজিব, দৈনিক ইয়াদের সিনিয়র চীফ ফটো সাংবাদিক সবুজ, সাংগঠনিক সম্পাদক তানবির আহমেদ রনি, প্রচার সম্পাদক বিশাল, ক্রীড়া সম্পাদক রাজিব,
ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি রনজিৎ মন্ডল, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি অনু, সাধারণ সম্পাদক বাধন, দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি শরিফুউদ্দিন সবুজ, ডেইলী নারায়ণগঞ্জ এর সম্পাদক আলমগীর আজীজ ইমন, নির্বাহী সম্পাদক শেখ মনির হোসেন, টাইমস নারায়ণগঞ্জ এর ভারপ্রাপ্ত সম্পাদক নেয়ামত উল্লাহ,
নারায়ণগঞ্জ জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি শহিদুল্লাহ রাশেল, সহ-সভাপতি রফিকুল্লাহ রিপন, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসাইন, দৈনিক ডান্ডিবার্তার স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর ডালিম, দৈনিক প্রতিদিনের নারায়ণগঞ্জে ফটো সাংবাদিক কাইউম,
সাংবাদিক রনি,লিংকন, মশিউর রহমান, জুয়েল আহমেদ, কাইউম, মিলন বিশ্বাস হৃদয়, নাদিম, রাশিদ, সাজ্জাদ, সৌরভ, পাভেল, সোনালী, সুলতান প্রমুখ।