নারায়ণগঞ্জের ৭ পত্রিকার ১৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সিদ্ধিরগঞ্জ রিপোর্টর্স ক্লাবের সাংবাদিকরা। হত্যাসহ একাধিক মামলার আসামি বাদী হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা সংবাদপত্র ও সাংবাদিকদের কলমকে থামিয়ে রাখার হীন উদ্দেশ্য বলে মনে করছেন সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে ক্লাব কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির আলোচনা সভায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করায় ক্ষোভ ও নিন্দা জানানো হয়।
এসময় উপস্থিত সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি গাজী সোহেল, সাধারণ সম্পাদক আবদুল আলীম, যুগ্ন সম্পাদক সোহেল রহমান, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, অর্থ সম্পাদক এস কে মাসুদ রানা, দপ্তর ও প্রচার সম্পাদক সৈয়দ আবদুর রশিদ, কার্যকরী সদস্য খায়রুল হাসান ও আবদুল লতিফ আকাশসহ প্রমূখ।