নারায়ণগঞ্জের সোনারঁগায়ে মেঘনা নদী থেকে ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা ইলিশ সহ দুই জেলেকে আটক করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে তাদেরকে আটক করা হয়। আটককৃত দুই জেলে মুরসিদ ও সালামকে ২০ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, সরকারী আইন অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিলে ইলিশ মাছ শিকার করার অপরাধে বৃহস্পতিবার সকালে মুরসিদ ও সালাম নামের ২ জেলেকে আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ জেলে ২০ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে ও উদ্ধার করা ইলিশ মাছ স্থাণীয় মাদ্রাসায় দিয়ে দেয়া হয়েছে।