Sunday, September 27, 2020
প্রচ্ছদ লিড-২ ফুলকুঁড়ি সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

ফুলকুঁড়ি সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে ফুলকুঁড়ি সমাজ কল্যাণ সংসদ এর আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বুধবার (২ অক্টোবর) বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফুলকুঁড়ি সমাজ কল্যাণ সংসদের সভাপতি ও মুসলিমনগর কে এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ইব্রাহীম এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা দেশীয় বাংলা গান পরিবেশন করেন।      

এ সময় উপস্থিত ছিলেন, ফুলকুঁড়ি সমাজ কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রধান, যুগ্ম সম্পাদক মোঃ বাদল হোসেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রণজিৎ মোদক, শীতলক্ষ্যা ডিপিডিসি সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল হাই,

ফতুল্লা জিনিয়া নাট্য সংগঠনের সভাপতি মোঃ জুয়েল চৌধুরী, বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ মাহবুব হোসেন ও আনোয়ার হোসেন সজীব প্রমুখ।