Monday, September 28, 2020
প্রচ্ছদ শহরতলী পুলিশ-আনসারদের ব্রিফ করেন: অতিঃ পুলিশ সুপার

পুলিশ-আনসারদের ব্রিফ করেন: অতিঃ পুলিশ সুপার

বন্দরের পূজা মন্ডপে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম। ৪ অক্টোবর(শুক্রবার) সকাল ১১ টার সময় বন্দর থানা প্রাঙ্গনে বিভিন্ন দিক নির্দেশনা মোতাবেক বক্তব্য রাখেন তিনি।

খোরশেদ আলম বলেন, আপনারা যার যার দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন। বন্দরের ২৬ টি পূজা মন্ডপের জন্য আমাদের আলাদা মোবাইল টিম কাজ করবে। যার যার দায়িত্ব সে পালন করবেন।

কোন প্রকার অজুহাত চলবে না।  পোশাক ছাড়া কেউ থাকতে পারবেন না। তাহলে কিন্তু কঠোর হিসাব কসতে হবে। মোবাইল টিম গিয়ে কোন সদস্যকে না পেলে সিসি দিয়ে দেয়া হবে।

এ সময় বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ইন্সপেক্টর( তদন্ত) আজহারুল ইসলাম, মদনগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান মিজান, কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ার হোসেন, বন্দর থানার সেকেন্ড অফিসার আল মামুনসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। বন্দরের ২৬ টি মন্ডপে ৮ জন করে পুলিশসহ আনসার সদস্য দায়িত্ব পালন করবে।

সন্দেহ হলে চেক করে লোকজন প্রবেশ করাতে হবে। মহিলাদের জন্য মহিলা সদস্য থাকবে বলে ওসি রফিকুল ইসলাম জানান।