নগরীর ১৩নং ওয়ার্ডের বাসিন্দা বহুমাত্রিক প্রতিভার অধিকারী মাহবুব কামরানের ৬২ তম জন্ম বার্ষিকী আজ। শনিবার (১৬ নভেম্বর) পারিবারিক ভাবে তার জন্মদিন উপলক্ষে রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
প্রয়াত মাহবুব কামরান একইধারায় চিত্রশিল্পী, কবি, নাট্য ও চলচ্চিত্র নিমা্র্তা, প্রগতিশীল সংগঠক ছাপ এর প্রতিষ্ঠাতা ছিলেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী
মাহবুব কামরান ২০১১ সালের ২২ জুলাই পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুকালে তিনি দু’ছেলে কাহলিল জিবরান, কাহলিল ইরাবান দীপ্ত ও স্ত্রী রেখে যান। তার শূন্যতা হয় অপূরণীয়।