নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ারের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রামবাবুর পাড় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ,বন্দর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ,সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান,সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিওন,
মহানগর আওয়ামী লীগের যুৃগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম,গোলাম সারোয়ারের ছোট ভাই জাকিরুল আলম হেলাল,শাহাদাত হোসেন সাজনু,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি হাজ্বী আবু মোহাম্মদ শরিফুল হক সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।
বাগে জান্নাত মসজিদের ইমাম ও খতিব গোলাম সারোয়ারের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন।