ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে ক্ষতিগ্রস্থ্য পরিবার ও নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমন।
রোববার (১০ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ দোয়া কামনা করেন। পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তির দাবি জানান।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ্য করেন, দেশের এই ক্লান্তিলগ্নে যখন মানুষের বাক-স্বাধীনতা, মৌলিক অধিকার ও গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হচ্ছে। জনগণ তাদের ন্যায অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, আর এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় আপোষহীন নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলার দিয়ে কারাগারে বন্দি করা হয়েছে।
ঠিক সে সময় এই দিশেহারা জাতির উপর আচড়ে পড়া ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডব সহ্য করা যায় না।
আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি অচিরেই দেশের সকল দুর্ভোগ থেকে আমাদের মুক্তি দান করুন। পাশাপাশি আমাদের মা দেশনেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং মুক্তি দাবি করছি। সেই সাথে দেশবাসীর প্রতি আহবান করবো ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে ক্ষতিগ্রস্থ্য পরিবার ও নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করবেন।