ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, তরুন ও যুব সমাজের নৈতিক অবক্ষয়ের কারনে যুবকরা সন্ত্রাস,চাদাঁবাজি খুন,ধর্ষন,লুন্ঠন, নারী নির্যাতন, মাদক ব্যবসাসহ সকল অপরাধ কর্মকান্ডে জড়াচ্ছে। একমাত্র ইসলামি আর্দশ ও মূল্যবোধই যুবসমাজের নৈতিকতা ফিরিয়ে দিতে পারে।
জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টায় শহরের ২ নং রেল গেইট এলাকায় আলোচনা সভা শেষে চাষাড়া শহীদ মিনারে এসের্যালী শেষ হয়।
ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সহ সভাপতি মুহাম্মদ জোবায়ের হোসেন,সাধারন সম্পাদক মুহাম্মদ মামুনুর রশীদ,মহানগর শাখার সহ সভাপতি ডাঃ মিজানুর রহমান, সাধারন সম্পাদক মুহাম্মদ সোহেল হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফেজ রবিউল ইসলাম,প্রচার সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দিন, তারেক আহম্মেদ বাবলু,আব্দুল মতিন হাবিবী,ডাঃ হেলাল উদ্দিন, মাওলানা নাসির উদ্দীন, আলহাজ্ব আবু হানিফ প্রমুখ।