নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা বলেন, শহর যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক মমিনুল্লাহ ডেবিড ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপি’র লড়াকু সৈনিক। দলের এই দুঃসময়ে তার মত রাজপথের নেতার খুব প্রয়োজন ছিলো।
রোববার (২৪ নভেম্বর) মমিনুল্লাহ ডেবিডের ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ্য করেন, বর্তমান সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা মামলার শিকার হয়ে আজ আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দি। আর সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমান ঔ সরকারের ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার রায়ে দেশে আসতে পারছেন না। দলের এই ক্লান্তিলগ্নে মমিনুল্লাহ ডেবিডের মত নেতাদের খুব প্রয়োজন ছিলো।
দলের জন্য মমিনুল্লাহ ডেবিডের অবদান কখনই অস্বীকার করা যাবে না। তার রেখে যাওয়া সাংগঠনিক কর্মকান্ডই নতুন প্রজন্মের জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে। মমিনুল্লাহ ডেবিডের রুহের মাগফেরাত কামনা করছি। পাশাপাশি তার পরিবারের প্রতি মহান রাবুল আলামিন যেন রহমত দান করে সেই কামনা করছি।
উল্লেখ্য, ২০০৪ সালের ২৪ নভেম্বর রাতে ঢাকার মালিবাগ কমিউনিটি সেন্টারে সামনে ডেভিড গুলিবিদ্ধ হয়ে মারা যায়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তথা র্যাবের দাবি ছিল, তাদের সঙ্গে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ক্রসফায়ারে পড়ে ডেভিডের মৃত্যু ঘটে।