নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর প্রধান বলেন, দুঃসময়ে দেশের বাইরে থেকে দলকে সঠিক নেতৃত্ব দিয়ে চালাচ্ছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও তারুন্যের অহংকার তারেক রহমান। তিনি ২০০১ সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছিলেন কিন্তু সেটার ফায়দা লুটছে বর্তমান সরকার।
মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, তারেক রহমান ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ইউনিয়ন পর্যায় থেকে সব তথ্য ডেটাবেইস করে রেখেছিলেন। কিন্তু এক-এগারোতে সব নষ্ট করা হয়। তিনি জন্মসূত্রে নেতৃত্ব পেয়েছেন এবং অতি অল্প সময়ে নেতৃত্বের গুণাবলি অর্জন করেছেন। আজ সারা জাতি তারেক রহমানের দিকে তাকিয়ে আছে।
তারেকের নেতৃত্বেই দেশ মুক্ত হবে। এ সময় তিনি তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।