সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান পরিবার (প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলা) প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান শুক্রবার বিকালে জেলা সরকারি গনগ্রন্থাগারে অনুষ্ঠিত হয়। ব্যাপক জাকজমকপূর্নভাবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এক বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রবিজ্ঞান পরিবারের কার্যকরী পরিষদ প্রথম বর্ষ পূর্তী উৎযাপন অনুষ্ঠানের আয়োজন করেছেন। তবে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ছাড়াও বর্তমানে অধ্যায়নরত ব্যাপক ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহন করে। আমন্ত্রিত অতিথিরা কেক কেটে বর্ষপূর্তি উৎযাপন করে।
রাষ্ট্রবিজ্ঞান পরিবার (প্রাক্তনদের মিলন মেলা) এর সভাপতি ও নারায়নগঞ্জ জজ কোর্টের আইনজীবী মুহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাসিমা আক্তার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের সহকারি অধ্যাপক আনারুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান পরিবারের সহ-সভাপতি নজরুল ইসলাম লিটন, সহ-সভাপতি কামরুল হাসান, মাহমুদুল হাসান, নিজামউদ্দিন সরকার, এইচ এম ফরুক, রাষ্ট্রবিজ্ঞান পরিবারের সাধারন সম্পাদক ও প্রিমিয়ার ব্যাংক টানবাজার শাখার সিনিয়র অফিসার জহির উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান পরিবারের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন রাব্বি, সাংস্কিতৃক সম্পাদক জনি রহমান।
অনুষ্ঠানে আসা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী সেলিনা আক্তার জানায়, যদিও আমি রাষ্ট্রবিজ্ঞান পরিবারের সদস্য নই, তবুও আমি রাষ্ট্রবিজ্ঞান পরিবারের প্রতিটি অনুষ্ঠানে যোগ দেই। রাষ্ট্রবিজ্ঞান পরিবারের অনুষ্ঠানে আসলে নতুন পুরাতন সবার সাথে দেখা হয়। খুবই ভালো লাগে।
রাষ্ট্রবিজ্ঞান পরিবার (প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলা) এর সভাপতি ও নারায়নগঞ্জ জজ কোর্টের আইনজীবী মুহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, রাষ্ট্রবিজ্ঞান পরিবার প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলা। রাষ্ট্রবিজ্ঞান পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও আগামী জানুয়ারীতে সেন্ট মার্টিন ভ্রমনের আয়োজন করা হবে।
এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে প্রথমে তোলারাম কলেজে শিক্ষা সফর ও আনন্দ ভ্রমন চালু করে, ফ্রেন্ডশিপ ডে ও বসন্ত বরন উৎসব আয়োজনের আয়োজক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ভবিষতে রাষ্ট্রবিজ্ঞান পরিবারের মাধ্যমে আরো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাষ্ট্রবিজ্ঞান পরিবারের সকল সদস্যদের যে কোন বিপদে এগিয়ে আসবে রাষ্ট্রবিজ্ঞান পরিবার।