নগরীর গলাচিপা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ঢাকাগামী একটি ট্রেন শহরের গলাচিপা এলাকায় ওই যুবককে চাপা দেয়।
এ সময় যুবকের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এখনও যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনের মাস্টার গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। সোয়া ১০টার দিকে শহরের গলাচিপা এলাকায় ট্রেনের নিচে কাটা পড়েন ওই যুবক।
এতে তার মাথা দেহ থেকে আলাদা হয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রেলওয়ে হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।