“গ্লোবাল গোলস সামিট ২০২০” এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান ইব্রাহিম আদহাম খান জুম্মা।
বুধবার (১৩ নভেম্বর) বিবৃতিতে বিষয়টি নিশ্চিতকরেন তিনি।
বিবৃতিতে তিনি আরও জানান, শনিবার (৯ নভেম্বর)এক তিনি তার ব্যক্তিগত মেইল এ,তিনি এ আমন্ত্রনপত্র পান।
এদিকে, “জাতিসংঘ ইয়থ একশ্যান প্রোগ্রাম” এর অধীনে পৃথিবী ব্যাপী কয়েক হাজার আবেদন ও প্রকল্প প্রস্তাবনার মধ্যে, জাতিসংঘের “এস ডি জি ২০৩০” লক্ষ্যমাত্রা অর্জনে যেসব তরুন লিডার প্রস্তাবনা দিয়েছেন। তাদের মধ্য থেকে সেরা ১শ জনকে গ্লোবাল সামিট কমিটি বাছাই করা হয়। আর এই বাছাইকৃত তালিকার মধ্যে ইব্রাহিম আদহাম খান বাংলাদেশের মধ্যে অন্যতম স্থান দখল করে নেন।
পরে গ্লোবাল সামিট কমিটি থেকে তাকে আমন্ত্রনপত্র পাঠানো হয়।
আমন্ত্রনপত্রে এ ও উল্লেখ যে, ৩দিন ব্যাপী ট্রেনিং ও কনফারেন্স এর শেষ দিনে ইব্রাহিম সহ নির্বাচিত ১শ জনকে “গ্লোবাল একশন এম্বাসাডর ‘ হিসাবে অফিসিয়ালি ভুষিত করা হবে। যাতে তারা জাতিসংঘের “Suntainability and Development Goals 2030” এর যে ১৭ টি লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ ভুমিকা রাখেন।
মালয়শিয়ার কুয়ালালামপুর অবস্থিত “রয়্যাল জালান বুকিত বিনতাং” হোটেল এর সম্মেলন কেন্দ্রে আগামী ২৩ জানুয়ারী থেকে শুরু হওয়া সামিটটিতে অংশগ্রহন করতে ২২ জানুয়ারী দুপুর ২টায় কুয়ালালামপুর এর উদ্দেশ্যে ইব্রাহিম যাত্রা করবেন।
তিনদিন ব্যাপী অনুষ্ঠিতব্য সম্মেলনে জাতিসংঘের ৭ টি এজেন্ডার যে কোন একটি এজেন্ডায় তিনি বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন। সম্মেলন শেষে গ্লোবাল একশন এম্বাসাডার” হিসাবে আগামী ২৭ জানুয়ারী তার দেশে ফেরার কথা রয়েছে ।
এ বিষয়ে ইব্রাহিম আদহাম খান জানান, এর আগে ও আমি জাতিসংঘের যুব পরিষদ এর “ফিউচার লিডার কংগ্রেস” এ দেশের প্রতিনিধিত্ব করেছি, বিষয়টি নতুন না হলে এবারের চ্যালেঞ্জ ভিন্ন আর এবার সম্মানের পরিমাপটাও বেশি।
দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে গর্বের কিছুই নাই তা যে পর্যায়েই হোক না কেন। সেহেতু আমার প্রথম লক্ষ্য হবে আমার কাজ ও বক্তব্য দিয়ে দেশের সম্মান অক্ষুন্ন রাখা এবং আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের সমস্যা ও সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরা।
এর জন্য তিনি নারায়ণগঞ্জবাসীর নিকট দোয়া কামনা করেন। যাতে দেশের জন্য এই সম্মেলনে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।
এর আগে তিনি চলতি বছরের আগস্ট মাসে “ফিউচার লিডার কংগ্রেস” এ জাতিসংঘের যুব পরিষদে দেশের প্রতিনিধিত্ব করেন।
উল্লেখ্য, ইব্রাহিম আদহাম খান জুম্মা নারায়ণগঞ্জের সাবেক এম. এল. এ আব্দুল সামাদ খান এর কনিষ্ঠ নাতি, নারায়নগঞ্জ এর সাবেক বিশিষ্ট ব্যাংকার ফজলে রাব্বি খান বাবর এর পুত্র এবং নারায়নগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান সভাপতি খালেদ হায়দার খান কাজল এর ছোট ভাই।
এছাড়াও ইব্রাহিম আদহাম খান একজন ব্যবসায়ী উদ্যোক্তা ও অরাজনৈতিক সেবামূলক সংগঠন নারায়ণগঞ্জ ইয়থ ক্লাব এর প্রতিষ্ঠাতা।