নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ‘গ্যাং স্টার’ গ্রুপের আরও ৫ সদস্যকে বিদেশী পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করছে র্যাব-১১।
মঙ্গলবার (৫ নভেম্বর) ফতুল্লার উত্তর মাসদাইর বটতলা গাবতলী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলো, মো. কামরুল হাসান (৩৭), মো. সাদ্দাম হোসেন (২৮), মো. আলমগীর হোসেন (২৮), মো. জীবন মিয়া (২৭), শ্রী লিটন চন্দ্র দাস (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ১২ রাউন্ড পিস্তলের গুলি ও ৫টি রামদা উদ্ধার করা হয়।
এর আগে ২৩ অক্টোবর একই গ্রুপের ৭ সদস্যকে বিদেশী পিস্তল, দেশীয় অস্ত্র ও গুলিসহ আটক করেছিলো র্যাব। এর ধারাবাহিকতায় এই অভিযান চালানা করা হয়।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-১১।
বিজ্ঞপ্তিতে তারা আরও জানান, আসামীরা সবাই ‘গ্যাং স্টার’ নামক একটি সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য। তারা এলাকার বিভিন্ন বয়সী নারী ও মেয়েদের শ্লীলতাহানি করাসহ নানা ধরণের সন্ত্রাসী ও ছিনতাইয়ের কাজে জড়িত। এলাকাবাসী এদের অত্যাচারে অতিষ্ঠ হলেও অস্ত্রের ভয়ে কউ কখনো মুখ খুলত বা প্রতিবাদ করার সাহস পেত না। তাদের নেতৃত্ব দেন গাবতলী নতুন বাজার এলাকার উজ্জ্বল নামের এক সন্ত্রাসী। সে পলাতক রয়েছে।