নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ (১২) নামে এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আব্দুল্লাহ মুক্তিযোদ্ধা স্মৃতিবিদ্যা নিকেতনের শিক্ষার্থী ও হাজীগঞ্জ এলাকার আব্দুল হাকিমের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২ নভেম্বর) জেএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই তার জ্বর অনুভব করে। পরের দিন স্থানীয় মাস্টার মেডিসিন কর্ণার থেকে ওষুধ এনে খাওয়ার পর জ্বরের কিছুটা কমে আসে। এ অবস্থাতেই আব্দুল্লাহ পরীক্ষা দিয়ে আসছিল।
মঙ্গলবার (৫ নভেম্বর)পরীক্ষা দিয়ে আসার পর শরীরের তাপমাত্রা বাড়তে থাকে। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টেরিয়া) হাসপাতালে নেয়া হয়। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঔ দিনই বাসায় ফেরত পাঠানো হয়।
পরে রাত ১০টার দিকে রক্ত বমি করার পর তার অবস্থা আরও খারফ হলে। পুণরায় তাকে ভিক্টেরিয়া হাসপাতালের নেয়া হয়। সেখান থেকে কিছু পরীক্ষা দেয়া হয়। পরীক্ষার রিপোর্টে রক্তের স্বাভাবিক প্লাটিলেট দেড় লাখ থাকার স্থলে ৩২ হাজারে নেমে আসায়।
তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আব্দুল্লাহ।