নগরীর চাষাড়া মহিলা কলেজ সংলগ্ন ও বাগান বাড়ী রেষ্টুরেন্টের পিছনে থাকা প্রতিবন্ধি ওমর ফারুকের পৈত্রিক সম্পাদ বসত বাড়ী দখলের অভিযোগ উঠেছে চিহিৃত ভূমিদস্যু আল জয়নালের বিরুদ্ধে।
এনিয়ে ভুক্তভোগী পরিবারটি ভূমিদস্যু আল জয়নালের বিরুদ্ধে এসপির নিকট লিখিত অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি বোবা ও শারিরীক প্রতিবন্ধি ওমর ফারুকের। বরং তার বসতবাড়ী দখলের পায়তারা করছে জয়নাল গংরা।
ভুক্তভোগী পরিবার আরও জানায়, ২০১৯ সালের ১৩ অক্টোবর শহরের বিবি রোড চাষাড়া এলাকার মৃত হাজ্বী সামসুজ্জোহার পুত্র প্রতিবন্ধি মোঃ ওমর ফারুক এসপির কাছে লিখিত অভিযোগে উল্লেখ করেন, আমি গরীব,অসহায় মানুষ। স্ত্রী,ছেলে মেয়ে নিয়ে কষ্টে দিনযাপন করছি। পৈত্রিক সুত্রে প্রাপ্ত পৌনে ৬ শতাংশ জমিতে ঘর নির্মান করে বসবাস করে আসছি।
চিহ্নিত ভূমিদস্যু আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন ও তার সহযোগী আল জয়নাল ট্রেড সেন্টারের ম্যানেজার বরুয়া বাবু,সাইদ,লিখন,মনির মির্জা,মনির মৃধা বাড়ি এসে প্রায় সময় গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি প্রদান করে থাকে।
এছাড়াও উল্লেখিত সন্ত্রাসী ও ভূমিদস্যুরা রাতের বেলা বিভিন্ন লোক দিয়ে বাড়ি ঘরে ইটপাটকেল ছুড়ে মাড়ে। ঘরের চাল খুলে নিলে সদর মডেল থানায় জিডি অভিযোগ দায়ের করা হলেও কোন ফল পায়নি।
ওমর ফারুকের পরিবার ক্ষোভ প্রকাশ করে বলেন,গত ১৫/৪/২০১৯ ইং তারিখ সদর মডেল থানায় একটি অভিযোগ দেন। এর আগে পুলিশ সুপারকে গত ১৮/২/২০১৯ ইং তারিখ আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার স্ত্রী নাজমা বেগম আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেন। কোন টিতে উপকার পাননি। তবে একবার থানায় বসে মীমাংসার জন্য তারিখ নেন কিন্তু আর বসা হয়নি।
চিহ্নিত ভূমিদস্যু আল জয়নাল ও তার বাহিনীর প্রতিনিয়ত হুমকিতে চরম নিরাপক্তাহীনতার মাঝে দিনযাপন করছে।
নাজমা বেগম বলেন,জয়নালের ক্যাডার লিখনের নেতৃত্বে সন্ত্রাসীরা বাড়িঘরে হামলা ও লুটপাট চালায়। নানান ধরনের হুমকি ধামকি দিচ্ছে। বিচারে বসে আমাদের জমি ছেড়ে দেয়ার কথা হলেও আল জয়নাল উল্টো দখলে মরিয়া হয়ে উঠেছে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন প্রতিবন্ধী ওমর ফারুক।
এ বিষয়ে আল জয়নাল আবেদীনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সেখানকার প্রায় সব জমিই ক্রয় করেছি। আমার লোকজন সেখানে গিয়ে কোন প্রকার গালমন্দ করেছে তা সম্ভব নয়। প্রয়োজনে আপনি সরেজমিনে উক্ত মহিলার বাড়িতে গিয়ে জানুন এবং দেখুন আমার কোন লোকজন সেখানে গিয়েছে কিনা। যদি সত্যতা পান তাহলে আপনি লিখুন।