পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, ২০৪১ সালের মধ্যে আমাদের দেশের সকল রাস্তা উন্নত বিশ্বের মতো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন আমরা বাস্তবায়ন করবোই।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে কাঞ্চন-ছনপাড়া সড়কের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, যে যত বড় ক্ষমতার অধিকারী হউক না কেন এ রাস্তাটি ৩০ ফুট চওড়া হবেই।
এসময় উপস্থিত ছিলেন, প্রাণ-আরএফএল এর ম্যানেজিং ডিরেক্টর আর এন পল, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা ইঞ্জিনিয়ার এনায়েত কবির, সাইফুল ইসলাম, কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম রফিক, গোলাম রসূল, এমায়েত হোসেন, মিনারা বাবুল প্রমুখ।