এন্টিবায়োটিকের সফলতার আপনি আমি অংশীদার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ (১৮-২৪ নভেম্বর) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যালয়ে সভাকক্ষে স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার মহাখালীর এন্টিবায়োটিক রেজিষ্ট্যান্স কন্টেইনমেন্ট ভাইরাল হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রন কর্মসূচি রোগ নিয়ন্ত্রন বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা হালিমা সুলতানা হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরা আক্তার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ইউসুফ হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, জনস্বাস্থ্য প্রকৌশল নাজমুল হোসেন সহ স্থানীয় গনমাধ্যমের কর্মীরা।
সভায় উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা হালিমা সুলতানা হক বলেন, এন্টিবায়োটিক সফলতায় সকলকে সচেতন হয়ে কাজ করতে হবে। কোনো রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ঔষুদের দোকান থেকে এন্টিবায়োটিক ঔষুধ ক্রয় না করার জন্য সকলের প্রতি আহবান জানান।