নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন তল্লা এলাকার যুবলীগ নেতা জানে আলম বিপ্লবের বিরুদ্ধে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বিক্ষোভ শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিমউদ্দিনের কাছে স্বারকলিপি প্রদান করেন তারা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় ও পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বারক লিপি প্রদান করা হয়।
এসময় এলাকাবাসী বলেন, পত্রিকায় বিগত ২৪ ও ২৫ শে নভেম্বর ২০১৯ইং তারিখে আমাদের এলাকায় সমাজকর্মী ও জনদরদী ব্যক্তি জানে আলম বিপ্লবের নামে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, কাল্পনিক সংবাদ প্রকাশ করে। প্রচারিত বক্তব্য সম্পূর্ন অসত্য, উদ্দেশ্য প্রনোদিত এবং বাস্তব বিবর্জিত। প্রকৃত পক্ষে বিপ্লব একজন সমাজ সেবক এবং জনদরদী ব্যক্তি, তার সামাজিক মানসম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্য মিথ্যা বক্তব্য প্রকাশ করে।
বিপ্লবের বিরুদ্ধে অসত্য সংবাদ প্রকাশ করায় আমরা পত্রিকার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোড় দাবী জানাই।
বীর মুক্তিযোদ্ধা ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক ওয়ালি মাহমুদের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও স্বারক লিপি প্রদান করা হয়।