বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতি এবং নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় নগরীর চাষাড়া উপমহা-পরিদর্শকের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
উপমহা-পরিদর্শক সৌমেন বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আরিফ দীপু, ফ্রেন্ড মার্কেট মালিক সমিতির সভাপতি বাদশা মিয়া ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ নগরীর বিভিন্ন মাকের্ট কমিটির নেতৃবৃন্দ ও
নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক তুলসি ঘোষ, সাংগঠনিক সম্পাদক এ কে পিন্টু, কোষাধক্ষ আমির হোসেন খোকা, কার্যকরি সদস্য আফসার মামুন, জন সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দের ত্রিপাক্ষিক মত বিনিময় সভায় কর্মচারীদের নিয়োগপত্র, পরিচয়পত্র, হাজিরা বই, সাপ্তাহিক দেড়দিন ছুটি সহ শ্রম আইনের অন্যান্য দাবি দাওয়া বাস্তবায়নের লক্ষে উভয় পক্ষের মধ্যে আলোচনা করা হয়।
এ সময় সিদ্ধান্তে মালিক সমিতির নেতৃবৃন্দরা এ সময় আগামী এক সপ্তাহের মধ্যে নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের দাবি পর্যায়ক্রমে মেনে নেয়ার আশ্বাস দেন। সেই সাথে তারা দাবি বাস্তবায়ন করতে না পারলে আইনী সহযোগীতা করবেন বলে জানান।