বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে জুসনে জুলুসের মিছিল কে স্বাগত জানিয় গোলাপ জল ছিটিয় অভিনন্দ জানালো হযরত মিন্নত আলী শাহ দরবারের আশেকান ও ভক্ত বৃন্দরা।
রবিবার সকাল ১১ টায় দরবার শরিফের সামনে বিবি রোডে দারিয়ে মিছিলে আগত সুন্নি মুসলমানদের স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন মিন্নত আলী শাহ দরবার কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শহিদুল্লাহ, মোঃ শফিকুল ইসলাম লিটন, আজিজুর রহমান বাদল সহ দরগাহ কমিটির নেতৃবৃন্দ।