নারায়ণগঞ্জ ক্লাব লিঃ নির্বাচনে ৩য় বারের মত তানভীর আহমেদ টিটু সভাপতি নির্বাচিত হওয়ায় লাউন্স 7 এর পক্ষ থেকে অয়ন ওসমানের নির্দেশে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাজী সোহাগ রনি।
শনিবার (২১ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
সেই সাথে তিনি এবারের নির্বাচনে বিজয়ী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উল্লেখ্য, শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১১৪৫ ভোটের বিপরীতে ৮৪৩ ভোট গৃহীত হয়। দুই বছর আগে ২০১৭ সালে টিটুর প্রতিদ্বন্দ্বি হন মাসুম।
ওই নির্বাচনে টিটু জয়লাভ করেন। নিয়ম অনুযায়ী টানা তিনবার নির্বাচনে অংশগ্রহণ করতে না পারার বিধান থাকায় ২০১৮ সালের নির্বাচেন সভাপতি নির্বাচিত হন এম সোলায়মান। তবে এবার আবারও সভাপতি পদে প্রার্থী হয়েছেন তানভীর আহমেদ টিটু। এই নির্বাচনে সভাপতি পদ বাদে বাকি পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।