নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাহিদ স্পিনিং মিলে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ।
শুক্রবার (২০ ডিসেম্বর) উপজেলার ঝাউগড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখনও অগ্নিকান্ডের সুত্রপাত সর্ম্পকে জানা যায়নি।
এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আড়াইহাজার, সোনারগাঁও ও নরসিংদীর মাধবদী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় পৌনে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফীন সিদ্দিক জানান, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে আড়াইহাজার, সোনারগাঁও ও নরসিংদীর মাধবদী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক সাথে কাজ করেছে। প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে আর কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি। এর পরিমাণ পরে জানানো যাবে।
এ বিষয় প্রতিষ্ঠানটির মালিক মাহমুদুর রহমান সুমন জানান, আগুনে কারখানায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। পুরোপুরি হিসাব করে ক্ষতির সঠিক পরিমাণ বলতে পারব।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকপক্ষ কয়েক কোটি টাকা ক্ষতির দাবি করলেও তদন্ত সাপেক্ষ প্রকৃত পরিমাণ নিরূপণ করা হবে।