দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম:
বিগত দিনের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বছরে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর প্রধান। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আহবান জানান।
বার্তায় তিনি আরও উল্লেখ্য করেন, সরকারের নির্যাতনের শিকার হয়েও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলছুট হয়নি। ক্ষমতাশীনদের ইন্ধোনে প্রশাসন কর্তৃক যতই নির্যাতন হচ্ছে, দলের নেতা ও কর্মীদের মনোবল ততই শক্তিশালী হচ্ছে। বিএনপির মূল চালিকা শক্তি হচ্ছে তৃনমূল যারা মাঠ পর্যায়ের সাহসী যোদ্ধা। আপনারা হচ্ছেন বিএনপির প্রাণ।
বিগত বছরের সকল ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের পথকে আরও সুগম করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই আমাদের মা বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচার সরকারের হাত থেকে মুক্ত করা সম্ভব। তাই সকলকে আহবান ও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি।