উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে পরিবেশ দূষণের অভিযোগে ফতুল্লায় ৪টি ইটভাটা ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত। ইটভাটার ইট নষ্ট করে দেবার পাশাপাশি ওই ৪টি ভাটাকে ১৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফতুল্লার দাপা শৈইল কুইড়া এলাকায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ওই টিমে ছিলেন-নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরিন জানান, ভ্রাম্যমান আদালত এস ইউ এ ব্রিকসকে ৫লক্ষ টাকা,এস বি এম ব্রিকসকে তিন লক্ষ টাকা,পপুলার ব্রিকসকে তিন লক্ষ টাকা,এস বি এম ব্রিকসকে ৪লক্ষ টাকা ।
ছাড়পত্র না থাকায়, পরিবেশ দূষণ করার পাশাপাশি উচ্চ আদালতের আদেশ অমান্য করায় মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ইটাভাটাগুলোর ইট নষ্ট করে ভাটাগুলো বন্ধ করে দেয়া হয়।